সঠিক উত্তর হচ্ছে: ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্র
ব্যাখ্যা: INES(International Nuclear and Radiological Event Scale) হলো নিউক্লিয়ার কোনো দুর্ঘটনার ব্যাপকতার মাত্রা নির্ধারণ করার জন্য IAEA র নির্ধারিত স্কেল। এ স্কেল অনুযায়ী এখন পর্যন্ত ঘটে যাওয়া সকল নিউক্লিয়ার দুর্ঘটনার মাঝে শুধুমাত্র চেরনোবিল এবং ফুকুশিমা দাইইচিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনাদ্বয় সর্বোচ্চ, তথা লেভেল-৭ এ অবস্থান করছে। ফুকুশিমা দাইইচি পরমাণু দুর্ঘটনাটি জাপানে ভূমিকম্প ও সুনামির ফলে ঘটে। [তথ্যসূত্রঃ environmentalhistory.org]