সঠিক উত্তর হচ্ছে: একই থাকে
ব্যাখ্যা: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে।বৈদ্যুতিক পাখার ধীরে ঘোরা রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেগুলেটরি পরিবর্তনশীল রোধ থাকে। রোদ বাড়ানো হলে পাখা ধীরে ধীরে ঘোরে। পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ সময় রেগুলেটরি রোধ-এ বিদ্যুৎ শক্তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়।