সঠিক উত্তর হচ্ছে: ক্ষমা
ব্যাখ্যা: সদগুণাবলী হলো উত্তম গুণাবলী। এসব গুণাবলী মানুষের মানবিক উৎকর্ষতা সাধন করে থাকে।বিভিন্ন প্রকার সদগুণাবলীর মধ্যে রয়েছে:- ক্ষমা, নম্রতা, সাহসিকতা, মিতাচার, উদারতা, শালীনতা, নিষ্ঠা, বন্ধুত্ব প্রভৃতি। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন ,প্রথমপত্র,একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক]