সঠিক উত্তর হচ্ছে: ২৫০০ বছর
ব্যাখ্যা: ব্যাখ্যা: নরসিংদী জেলার বেলাবো উপজেলায় উয়ারি ও বটেশ্বর নামের দুটি গ্রামে আবিষ্কৃত প্রত্নতত্ত্ব আনুমানিক ২৫০০ বছর আগেরকার বলে ধারণা করা হচ্ছে। এটি ১৯৩০ সালে একজন স্কুল শিক্ষক কর্তৃক আবিষ্কৃত হয়। ১৯৯৬ সালে জরিপ কাজ শেষে ২০০০ সাল থেকে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত খনন কাজ শুরু করে। (সূত্র: নরসিংদী জেলার সরকারি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)