ব্যাখ্যা: সরল বাক্যঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন- পুকুরে ইলিশ মাছ জন্মে না।ছেলেরা ফুটবল খেলছে।মেঘ গর্জন করলে ময়ুর নৃত্য করে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।