সঠিক উত্তর হচ্ছে: রঙ্গপুর বার্তাবহ
ব্যাখ্যা: বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো রঙ্গপুর বার্তাবহ। এটি ১৮৪৭ সালে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন গুরুচরণ রায় শর্মা। কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত ঢাকা প্রকাশ (১৮৬১) হল ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা। গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) পত্রিকা হরিনাথ মজুমদারের সম্পাদনায় কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয় । ইয়ং বেঙ্গল আন্দোলনের মুখপাত্র হিসেবে জ্ঞানান্বেষণ (১৮৩১)পত্রিকা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হতো। (সূত্র: Hello BCS লেকচার)