সঠিক উত্তর হচ্ছে: নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা: ডব্লিউটিওর ১৬২টি সদস্য দেশের প্রায় ৬০০ সরকারি-বেসরকারি প্রতিনিধিদের নিয়ে ১৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ১০ম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়। আফ্রিকার কোনো দেশে এটাই ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন। এবারের সম্মেলনে মূলত আলোচ্য বিষয় চারটি। এগুলো হলো: কৃষি ও খাদ্যনিরাপত্তা; ডব্লিউটিওর বিভিন্ন চুক্তিতে স্বচ্ছতার উদ্যোগ; স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা এবং স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি) বিশেষ কিছু ইস্যু। এ ছাড়া ডব্লিউটিওর বাণিজ্যমন্ত্রী সম্মেলনে এবারই প্রথম লাইবেরিয়া ও আফগানিস্তান দেশ দুটিকে এবারে ডব্লিউটিওর সদস্য করা হতে পারে।