সঠিক উত্তর হচ্ছে: কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা: গোবিন্দলাল, রোহিণী, ভ্রমর বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যাইয়ের \'কৃষ্ণকান্তের উইল\' উপন্যাসের প্রধান চরিত্র। অপরদিকে কপালকুন্ডলা, মতিবিবি, নবকুমার \'কপালকিন্ডলা\' উপন্যাসের; বিমলা, আয়েশা, তিলোত্তমা, জগৎসিংহ \'দুর্গেশনন্দিনী\' উপন্যাসের; কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী \'বিষবৃক্ষ\' উপন্যাসের প্রধান চরিত্র।