সঠিক উত্তর হচ্ছে: ওপেনহাইম
ব্যাখ্যা: → আইনের উৎপত্তি বিভিন্ন উৎস থেকে হতে পারে। জন অস্টিনের মতে আইনের উৎস ১টি, অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি এবং ওপেনহাইমের মতে ৭টি। \r\n\r\n→ জন অস্টিনের মতে, আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ।\r\n\r\n→ ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে মনে করেছেন। কেননা জনমতের প্রভাবে অনেক সময় সরকার আইন প্রণয়ন বা প্রচলিত আইন পরিবর্তন ও সংশোধন করে থাকে।