ব্যাখ্যা: মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতের নাম বিজয়পাণ্ডববকথা। মাগন ঠাকুর ১৬০০ সালে চট্রগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।