সঠিক উত্তর হচ্ছে: হাসান আজিজুল হক
ব্যাখ্যা: আত্মজা ও একটি করবী গাছ গল্পটি রচনা করেন হাসান আজিজুল হক। এটি দেশভাগের পর সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে রচিত। তার অন্যান্য গল্পের মধ্যে রয়েছে নামহীন গোত্রহীন, রোদে যাবো, পাতালে হাসপাতালে, জীবন ঘষে আগুন ইত্যাদি। (সূত্রঃ Hello BCS লেকচার)