সঠিক উত্তর হচ্ছে: তুমি কাল যেও
ব্যাখ্যা: ক্রিয়ার অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে - ‘চুপ কর, তুমি কাল যেও, মিথ্যা বলবে না’ এই বাক্যগুলোতে। ক্রিয়ার নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে - ‘আমরা বই পড়ি, তারা বাড়ি যাবে, সে কি গিয়েছিলো?’ এই বাক্যগুলোতে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী