সঠিক উত্তর হচ্ছে: চোরাবলি
ব্যাখ্যা: উত্তর-তিরিশের কবিদের মধ্যে সর্বকনিষ্ঠ কবি হিসাবে বিষ্ণু দে-র কাব্যরচনার সূত্রপাত বুদ্ধদেব-জীবনানন্দের সমকালে।
\n তাঁর প্রথম কাব্যগ্রন্থ \'উর্বশী ও আর্টেমিস\' ১৯৩২-এ প্রকাশিত। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল \'চোরাবালি\' (১৯৩৮), \'পূর্বলেখ\' (১৯৪১), \'সাত ভাই চম্পা\' (১৯৪৫), \'সন্দীপের চর\' (১৯৪৭), \'আবিষ্ট\' (১৯৫০), নাম রেখেছি কোমল গান্ধার ১৯৫০), \'আলেখ্য\' (১৯৫৮), \'তুমি শুধু পঁচিশে বৈশাখ\' (১৯৬০), \'স্মৃতি সত্তা ভবিষ্যৎ\' (১৯৬১), \'সেই অন্ধকার চাই\' (১৯৬৫), \'সংবাদ মূলত কাব্য\' (১৯৬৬), \'রুশতী পঞ্চাশতী\' (১৯৬৭), ‘ইতিহাসে ট্র্যাজিক উল্লাসে\' (১৯৬৯), \'রবি-করােজ্জ্বল নিজ দেশে\' (১৯৭১), \'ঈশস্য দিবা নিশা\' (১৯৭৪), \'চিত্রূপ মত্ত পৃথিবীর\' (১৯৭৫), \'উত্তরে থাকো মৌন\' (১৯৭৭), \'আমার হৃদয়ে বাঁচো\' (১৯৮০) ইত্যাদি।