সঠিক উত্তর হচ্ছে: কমলে কামিনী
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোম্যান্টিক নাটককমলে-কামিনীতাঁর জীবনের শেষ নাট্যকীর্তিও বটে। এই নাটক রচনার অব্যবহিত পূর্বে কর্মসূত্রে দীনবন্ধু কাছাড়-মণিপুর অঞ্চলে কিছুদিন অতিবাহিত করেন। সেই অঞ্চলের পটভূমিকায় এক কাল্পনিক কাহিনির আধারেকমলে-কামিনীরচিত।