সঠিক উত্তর হচ্ছে: প্লটার
ব্যাখ্যা: কম্পিউটারকে কোন তথ্য প্রদানের জন্য যে সকল যন্ত্র ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস। কয়েকটি ইনপুট ডিভাইস হলোঃ মাউস, কীবোর্ড, জয়স্টিক, ডিজিটাইজার, স্ক্যানার, বারকোড রিডার, মেমোরি কার্ড, মাইক্রোফোন, ওয়েবক্যাম ইত্যাদি। অপরদিকে প্লটার একটি আউটপুট ডিভাইস।[তথ্যসূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ দ্বাদশ শ্রেণি)]