সঠিক উত্তর হচ্ছে: সিলেট
ব্যাখ্যা: মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (১ সেপ্টেম্বর ১৯১৮ - ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।\nজন্মঃ ১ সেপ্টেম্বর ১৯১৮\nসুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ\nমৃত্যুঃ ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪ (বয়স ৬৫)\nলন্ডন, ইংল্যান্ড\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]