সঠিক উত্তর হচ্ছে: ইন্দো-ইসলামি স্থাপত্যরীতি
ব্যাখ্যা: সুলতানী আমলে ভারতে গড়ে উঠা স্থাপত্যরীতি ইন্দো-ইসলামি স্থাপত্যরীতি নামে পরিচিত। সুলতানদের অনেকেই স্থাপত্যকীর্তি রেখে গেছেন। এই সকল স্থাপত্যকর্মের মধ্যে কুয়ত-উলইসলাম মসজিদ, কুতুব মিনার, আলাই দরওয়াজা ইত্যাদি বিখ্যাত। উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত) ইতিহাস বই।