দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন ও পুষ্টি সমস্যা সমাধান, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় লাগসই প্রযুক্তি প্রয়োগ, পরিবেশ বান্ধব কৃষি, উচ্চ মূল্য ফসল উৎপাদন ও রপ্তানীমুখী কৃষি পন্য উৎপাদনে কৃষক ও উদ্যোক্তাদের চাহিদামাফিক সেবা প্রদানের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং সুনির্দিষ্ট কর্মপকিল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। ঢাকাস্থ খামারবাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর দপ্তরের মধ্য বিল্ডিং এর দ্বিতীয় তলায় এর দপ্তর। একজন পরিচালকের নিয়ন্ত্রণে এ উইং পরিচালিত হচ্ছে। সদর দপ্তরে একজন অতিরিক্ত পরিচালক, দুই জন উপ-পরিচালক, দুই জন অতিরিক্ত উপ-পরিচালক, একজন উদ্যানতত্ত্ববিদ, একজন সহকারী উদ্যানতত্ত্ববিদ এবং একজন গবেষণা কর্মকর্তা কারিগরী ও দাপ্তরিক কাজে পরিচালককে সহায়তা প্রদান করছেন।
উদ্যান ফসল সম্প্রসারণ, মাতৃবাগান সৃজন, জার্মপ্লাজম সংরক্ষণ এবং মান সম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদন এবং সুলভ মূল্যে সরবরাহের জন্য দেশের বিভিন্ন জেলায় ৭৩ টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে হর্টিকালচার উইং এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসকল হর্টিকালচার সেন্টারের সুষ্ঠ পরিচালনার জন্য ২৮ টি হর্টিকালচার সেন্টারকে ক্যাটাগরী-১ এ অন্তর্ভুক্ত করে ২৮ জন উপ-পরিচালক, ২৫ টি হর্টিকালচার সেন্টারকে ক্যাটাগরী-২ এ অন্তর্ভুক্ত করে ২৫ জন উদ্যানতত্ত্ববিদ ও ২০ টি হর্টিকালচার সেন্টারকে ক্যাটাগরী-৩ এ অন্তর্ভুক্ত করে ২০ জন নার্সারী তত্তবাবধায়কের মাধ্যমে উদ্যান ফসলের সম্প্রসারণ সেবা প্রদান করা হচ্ছে । এ উইং এর মাধ্যমে দেশে মাশরুম চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও মাশরুমের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একজন উপ-পরিচালকের তত্ত্বাবধানে সাভারে একটি আধুনিক গবেষণাগারসহ স্বয়ংসম্পূর্ন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে।