নিচের অপশন গুলা দেখুন
- শ্রীচৈতন্যদেব
- কাহ্নপা
- বিদ্যাপতি
- রামকৃষ্ণ পরমহংসদেব
বাংলা সাহিত্যে একটি পভুক্তি না লিখলেও শ্রী চৈতন্য দেবের নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। বৈষ্ণব সাহিত্যের জীবনীকাব্য মূলত তাঁকে কেন্দ্র করেই গড়ে উঠে। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের নাম বৃন্দাবন দাস রচিত চৈতন্য-ভাগবত\'; শ্রী চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম লোচন দাস রচিত \'চৈতন্য-মঙ্গল’: শ্রী চৈতন্যদেবের সবচেয়ে তথ্যবহুল জীবনীগ্রন্থের নাম কৃষ্ণদাস কবিরাজের \'চৈতন্য চরিতামৃত\'।