সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ
ব্যাখ্যা: “হায়রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া?” -উক্ত অংশটি\nরবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী নামক ছোটগল্প থেকে নেয়া।\nএটি ১৯১৪ সালে \'সবুজপত্র\' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।\nপরবর্তীতে গল্পটি ১৯২৬ সালে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছে সংকলিত করা হয়।\n[তথ্যসূত্রঃ সাহিত্যপাঠ (একাদশ ও দ্বাদশ শ্রেণী)]\n\n\n\n