সঠিক উত্তর হচ্ছে: শাল
ব্যাখ্যা: টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুর জেলার ভাওয়াল গড়ের বনভূমি শালবন নামে পরিচিত। এই বনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী।
এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে বহেরা, হরিতকী, কড়ই, শিমুল, অর্জুন ইত্যাদি উল্লেখযোগ্য।
শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)