সঠিক উত্তর হচ্ছে: রূপতত্ত্বে
ব্যাখ্যা: এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক গঠিত হয়, তাকে রূপমূল বলে। রূপমূল দিয়ে কী করে শব্দ গঠিত হয়, শব্দ ও ধাতুর সঙ্গে কী কী শব্দবিভক্তি, ক্রিয়াবিভক্তি ও প্রত্যয় যােগ হয়, যােগ হওয়ার ফলে শব্দরূপ ও ক্রিয়ারূপ কী রকম হয়, ইত্যাদি বিষয় ভাষাবিজ্ঞানের যে বিভাগে আলােচিত হয়, তাকেই রূপতত্ত্ব (Morphology) বলে।পদ এবং শব্দের গঠন ও রূপবৈচিত্র্যই হল রূপতত্ত্বের প্রধান আলােচ্য বিষয়।