সঠিক উত্তর হচ্ছে: বিয়োজক অব্যয়
ব্যাখ্যা: বিয়োজক অব্যয় বা বৈকল্পিক অব্যয়\nযে অব্যয় দুটি বিকল্পের মধ্যে একটিকে প্রতিষ্ঠা করে এবং অপরটিকে খারিজ করে, তাকে বিয়োজক বা বৈকল্পিক অব্যয় বলে। যেমন : \"আমি যাবো অথবা রাম আসবে।\" এখানে \'অথবা\' বিয়োজক অব্যয়। অন্যান্য বিয়োজক অব্যয় : বা, কিংবা, না ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]