সঠিক উত্তর হচ্ছে: ঐকদেশিক আধারধিকরণ
ব্যাখ্যা: বনে বাঘ আছে। এখানে বনের যেকোন এক অংশে বাঘ আছে বোঝায়। তাই এটি ঐকদেশিক আধারিধিকরণ কারকের উদাহরণ। বিশাল স্থানের যেকোন এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারিধিকরণ বলে। যেমন- পুকুরে মাছ আছে। আকশে চাঁদ উঠেছে।[তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা]