সঠিক উত্তর হচ্ছে: মেসোপটেমিয়া
ব্যাখ্যা: বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমিয়া সভ্যতা। খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের ,মধ্যে দজলা ও ইউফ্রেটিস নদীর তীরে ইরাক ও সিরিয়ার উত্তরাংশ ; তুরঙ্কের উত্তরাংশ এবং ইরানে মেসোপটেমিয়া সভ্যতার উদ্ভব ঘটেছিল। \n\n১১০০ -১২০০ খ্রিস্টাব্দে পেরুর কেস্কো এলাকায় ইনকা সভ্যতার উদ্ভব ঘটেছিল। মায়া সভ্যতা গুয়েমেতালার গ্রীষ্মপ্রধান নিচু অঞ্চলের কেন্দ্রে অবস্থিত যা ৬ষ্ঠ শতকে শৌর্য এবং প্রভাবে সফলতার শীর্ষে উঠে।