সঠিক উত্তর হচ্ছে: CIH
ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরণের প্রোগ্রামঃ যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ (Self executive), সংক্রমণ (Self Extracted), নিজস্ব সংখ্যাবৃদ্ধি(Self Replicated) করে। এই প্রোগামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
\n১৯৯৮ সাল, তাইওয়ানে Win 95 এবং Win 98 অপারেটিং সিস্টেমে স্বরণকালের ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাসটি CIH এর আবির্ভাব ঘটে। এটি “Chernobyl” নামেও পরিচিত।