সঠিক উত্তর হচ্ছে: ইংরেজ
ব্যাখ্যা: বাংলা ভাষায় পর্তুগিজ থেকে আগত শব্দ সমূহ: আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তোয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরেক, বারান্দা, বেহালা, বোতাম, আলমারি, গামলা, কামিজ, সেমিজ, গির্জা, তামাক, আচার, পিস্তল, গুদাম, আনারস ও চাবি ইত্যাদি।