সঠিক উত্তর হচ্ছে: ৮০
ব্যাখ্যা: ১২.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ( ১০০ - ১২.৫) টাকা = ৮৭.৫ টাকা\n\nআবার, ২৫% লাভে বিক্রয়মূল্য ( ১০০+২৫) = ১২৫ টাকা\n\nবিক্রয় এর পার্থক্য = ( ১২৫ - ৮৭.৫) = ৩৭.৫ টাকা\n\n৩৭.৫ টাকা বিক্রয় পার্থক্য হলে ক্রয়মূল্য ১০০ টাকা\n\n৩০ টাকা বিক্রয়। পার্থক্য হলে ক্রয়মূল্য = ( ১০০×৩০)/৩৭.৫ = ৮০ টাকা