সঠিক উত্তর হচ্ছে: কামাল পাশা
ব্যাখ্যা: ইব্রাহীম খাঁ (১৮৯৪-১৯৭৮) : শিক্ষাবিদ, সাহিত্যিক।নাটক, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনী ও স্মৃতিকথা মিলে তাঁর গ্রন্থসংখ্যা ২১টি।সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ \'কামাল পাশা (১৯২৭)\', আনোয়ার পাশা (১৯৩৯), ঋণ পরিশোধ (১৯৫৫), আলু বোখরা (১৯৬০), ইস্তাম্বুল যাত্রীর পত্র (১৯৫৪) [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]