সঠিক উত্তর হচ্ছে: বেহেস্ত
ব্যাখ্যা: বাংলা ভাষায় ফারসি ও আরবি ভাষা থেকে আগত কিছু শব্দের উদাহরণঃ\nআরবিঃ আদালত, আল্লাহ, হারাম, হালাল, হজ্জ্ব, যাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, তারিখ, হালুয়া ইত্যাদি।\nফারসিঃ খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তোষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার, আদমশুমারী ইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]