সঠিক উত্তর হচ্ছে: রচনাবলি
ব্যাখ্যা: শব্দের শেষে গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণি ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে
\nশিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
\nভক্তবৃন্দ কবিকে শুভেচ্ছা জানালেন।
\nসন্ধ্যায় পক্ষিকূল কুপায় ফিরে এসেছে।
\nশিক্ষকমণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন।
\nদেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিম্মু।
\nআমি রবীন্দ্রনাথের ‘গল্পগুচ্ছ\' পড়েছি।
\nরাখাল গরুর পাল হয়ে যায় মাঠে।
\nজাতীয় ক্রিকেটদলে তার জায়গা হয়েছে।
\nশৈবালদামে পুকুর ভরেছে।
\nপায়রার ঝাক বাকুম বাকুম করছে।
\nআজ রাতে পদাবলি কীর্তন শুনতে যাব।
\nপাখিসব করে রব রাতি পোহাইল।
\nঅতিরিক্ত বৃক্ষনিধনের ফলে বনসমূহ উজাড় হয়ে যাচ্ছে। লাইব্রেরির গ্রন্থরাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভাণ্ডার।
\nবাজারে নিয়ে যাবার জন্য পুষ্পরাশি চয়ন করা হয়েছে।
\nমেঘপুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে।
\nধনিকশ্রেণি সব সময় নিম্নশ্রেণির উপর খবরদারি করে থাকে।