নিচের অপশন গুলা দেখুন
- ১০
- ১৭
- ১৫
- ৬
জাতিসংঘের মোট ৬টি প্রধান অঙ্গসংস্থা, ৬টি বিশেষ তহবিল ও ১৫টি বিশেষায়িত সংস্থা (UN Specialized Agencies) রয়েছে।
সেগুলো হচ্ছে -
১. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
২. আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO)
৩. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
৪. আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
৬. আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
৭. আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU)
৮. জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
৯. জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)
১০. বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)
১১. বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
১২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
১৩. বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO)
১৪. বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ও
১৫. বিশ্বব্যাংক (WB)