নিচের অপশন গুলা দেখুন
- জন স্টুয়ার্ট মিল
- হ্যারল্ড উইলসন
- এডওয়ার্ড ওসবর্ন উইলসন
- ইমানুয়েল কান্ট
ইমানুয়েল কান্ট ‘কর্তব্যের নৈতিকতা\'র ধারণা\r\n\r\nপ্রবর্তন করেন। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (১৭২৪-১৮০৪) আধুনিক দর্শনের কেন্দ্রীয় অবস্থানটি ধারণ করে আছেন। তার অন্যতম তিনটি বই হচ্ছে \'দি ক্রিটিক অব পিওর রিজন\' (২৭৮১), \'দি ক্রিটিক অব প্র্যাকটিক্যাল রিজন\' (১৭৮৮) এবং \'দি ক্রিটিক অব দি পাওয়ার অব জাজমেন্ট\' (১৭৯০)।