সঠিক উত্তর হচ্ছে: অনল প্রবাহ
ব্যাখ্যা: ইসমাঈল হোসেন সিরাজীর অনল প্রবাহ কাব্যগ্রন্থটি ১৯০০ সালে প্রকাশিত হয়। এটি ১৯০৯ সালে তৎকালীন বাংলা সরকার গ্রন্থটি বাজেয়াপ্ত করে। তার অন্যান্য কাব্যঃ-- উচ্ছ্বাস, স্পেনবিজয় কাব্য, উদ্বোধন। উপন্যাসঃ-- তারা-বাঈ, রায়নন্দিনী, ফিরোজা বেগম। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।