সঠিক উত্তর হচ্ছে: কবিকাহিনী
ব্যাখ্যা: বি-কাহিনী (কবিকাহিনী) হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি তাঁর ষোল বছর বয়সে ১৮৭৮ সালে প্রকাশিত হয়। \"বনফুল\" কাব্যগ্রন্থটি পূর্ববর্তী হলেও, \"কবি-কাহিনী\"-ই তাঁর প্রথম মুদ্রিত গ্রন্থ। এর কবিতাগুলি \"ভারতী\" সাহিত্য পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।\n[তথ্যসূত্র- বাংলা পিডিয়া]