সঠিক উত্তর হচ্ছে: ভিনটন জি কার্ফ
ব্যাখ্যা: ইন্টারনেটের জনক Vinton Gray Cerf.\n\nভিন্টন গ্রে \"ভিন্ট\" সার্ফ ( জন্ম ২৩শে জুন, ১৯৪৩) একজন প্রথিতযশা আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, যাকে আধুনিক \'ইন্টারনেটের জনক\' বলা হয়ে থাকে। তার এই উপাধিটি তিনি আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে ভাগ করেছেন। অবৈতনিক ডিগ্রির সাথে তার এই অবদানসমূহ স্বীকার এবং প্রশংসিত করা হয়েছে।