সঠিক উত্তর হচ্ছে: ২ প্রকার
ব্যাখ্যা: প্রত্যয় দুই প্রকার যথা: ১। ... কৃৎ প্রত্যয়: ক্রিয়া প্রকৃতি বা ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎপ্রত্যয় বলে। যেমন—নাচ্+অন = নাচন। তদ্ধিত প্রত্যয়: শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে, তাকে তদ্ধিত প্রত্যয় বলে।