নিচের অপশন গুলা দেখুন
- কর্মের সপ্তমী
- অপাদানে সপ্তমী
- কর্মে প্রথমা
- অধিকরণে পঞ্চমী
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?\'। প্রদত্ত বাক্যটিতে রাঘবকে ‘ভয় পাওয়ার বা \'ভীত\' হওয়ার অবস্থা বুঝিয়েছে। এটি অপাদান কারকে (রাঘব+ এ = রাঘবে) সপ্তমী বিভক্তি।