সঠিক উত্তর হচ্ছে: শ্রী বসন্তরঞ্জন রায়
ব্যাখ্যা: বড়ু চন্ডীদাস রচিত বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো - শ্রীকৃষ্ণকীর্তন। ১৩ খণ্ডে তচিত এ কাব্য গ্রন্থটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রননাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ আবিষ্কার করেন।