সঠিক উত্তর হচ্ছে: ১৯৭৭ সালে
ব্যাখ্যা: ১৯৭৫ সালের ২০ অক্টোবর ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তবে এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালের জানুয়ারি মাসে। এটি ওআইসি\'র একটি বিশেশায়িত ইনস্টিটিউট। এর সদস্য সংখ্যা ৫৭ টি। বাংলাদেশে ওআইসি কার্যক্রম শুরু করে ১৯৭৭ সালে। ২০১৮ সালে বাংলাদেশে আইডিবি\'র আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় যার মাধ্যমে ব্যাংকের সদস্য বাংলাদেশ ও মালদ্বীপ এবং অসদস্য রাষ্ট্র ভারত, চীন, মিয়ানমার প্রভৃতি দেশে কার্যক্রম পরিচালনা করা হয়। এ ব্যাংকে সবচেয়ে বেশি শেয়ার সৌদি আরবের। আইডিবি\'র সভাপতি অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে। বর্তমান প্রেসিডেন্ট বন্দর বিন হাজ্জাজ।(সূত্রঃ আইডিবি ওয়েবসাইট এবং ডেইলি স্টার)