সঠিক উত্তর হচ্ছে: চতুঃ + পদ
ব্যাখ্যা: বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত। \nবিসর্গ সন্ধির প্রকারভেদ গুলো হল- র জাত বিসর্গ, এবং স জাত বিসর্গ।বিসর্গসন্ধি র্ ও স্ এর সংক্ষিপ্ত রুপ।\nযেমন- আশীর্বাদ= আশীঃ+ বাদ\nএখানে ঃ, র্ হয়েছে। \nনমস্কার = নমঃ + কার এখানে, ঃ, স্ হয়েছে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]