সঠিক উত্তর হচ্ছে: লর্ড মিন্টো
ব্যাখ্যা: মুসলমানদের পৃথক নির্বাচনের স্বীকৃতি দেন- লর্ড মিন্টো .\n১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার কমিশন কর্তৃক প্রবর্তিত ব্যবস্থা।\nমর্লি-মিন্টো সংস্কার আইন :\nভারতের জাতীয়তাবাদী নেতৃত্বকে খুশি করে জাতীয়আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ১৯০৯ সালে ভারত সচিব জন মর্লে ও বড়ােলাট লর্ড মিন্টো একটি শাসনতান্ত্রিক সংস্কারের পরিকল্পনা করেন। এই শাসনসংস্কার মর্লি-মিন্টো সংস্কার আইন বা ১৯০৯ সালের কাউন্সিল আইন নামে পরিচিত।