সঠিক উত্তর হচ্ছে: কুয়েরি
ব্যাখ্যা: ডেটাবেজের অন্তর্গত টেবিলের বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে কোন শর্ত বা বৈশিষ্ট্যর আলোকে নির্দিষ্ট কোন ডেটা বা রেকর্ড আলাদা করে প্রদর্শন করা বা ছাপানোকে কোয়েরি (Query) বলা হয়।\n[ তথ্যসূত্রঃএকাদশ ও দ্বাদশ শ্রেণী: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়-৬.৫: কুয়েরি ]