নিচের অপশন গুলা দেখুন
- অব্যয়ীভাব সমাস
- মধ্যপদলোপী কর্মধারয় সমাস
- নিত্য সমাস
- সপ্তমী তৎপুরুষ সমাস
পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বুঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
সপ্তমী তৎপুরুষ সমাসে - সপ্তমী বিভক্তি লোপ পায়।
যেমন - পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব।
এরূপ- ভূতপূর্ব, অশ্রুতপূর্ব, অকালপক্ব, কৃষিপ্রধান, ঘরপোড়া, গালভরা ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।