সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে প্রথম প্রচুর আরবী ও ফারসি শব্দ ব্যাবহার করেন মোহিতলাল মজুমদার। \nসবচেয়ে বেশি আরবী ও ফারসি শব্দ ব্যাবহার করেন কাজী নজরুল ইসলাম ।কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যে সবচেয়ে\nবেশি \"আরবি ও ফারসি\"শব্দ ব্যাবহার করেন সৈয়দ মুজতাব আলী\n[তথ্যসূত্রঃ ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]