সঠিক উত্তর হচ্ছে: ৫০০
ব্যাখ্যা: বর্তমানে সরকার কতৃক প্রদত্ত বয়স্ক ভাতার পরিমাণ মাসে ৫০০ টাকা করে। সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এই ভাতা দিয়ে থাকে। এছাড়া এই পরিকল্পনার আওতার আরো যারা বাতা পায় তারা হলো- বিধবা ভাতা(৫০০ টাকা)৷ মাতৃত্বকালীন ভাতা(৮০০ টাকা), অস্বচ্ছল প্রতিবন্ধী (৭৫০), মুক্তিযোদ্ধা সম্মানী(২০ হাজার টাকা), প্রতিবন্ধী উপবৃত্তি(৭৫০-১৩০০ টাকা][তথ্যসূত্রঃ প্রথম আলো]