সঠিক উত্তর হচ্ছে: অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা: যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। \'আজ আমি আলবত যাব\' বাক্যটিতে \'আলবত\' অব্যয়টি স্বাধীনভাবে সম্মতি প্রকাশ করা অর্থে ব্যবহৃত হয়েছে। তাই আলবত একটি অনন্বয়ী অব্যয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]