সঠিক উত্তর হচ্ছে: বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকার প্রথম কবি। বাংলা সাহিত্যর আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনা করার কারনে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে \'ভোরের পাখি\' উপাধি দিয়েছেন। উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম বিহারীলাল চক্রবর্তী।