নিচের অপশন গুলা দেখুন
- অলুক তৎপুরুষ
- অলুক দ্বন্দ্ব
- অলুক বহুব্রীহি
- অলুক দ্বিগু
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
অলুক বহুব্রীহি সমাসে সমস্তপদটি বিশেষণ হয়।
যথাঃ
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
- গলায় গামছা যার = গলায়গামছা,
- এরূপ- হাতে-ছড়ি, কানে-কলম, গায়ে-পড়া, হাতে-বেড়ি, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।