সঠিক উত্তর হচ্ছে: ১০ ডিসেম্বর
ব্যাখ্যা: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে \'মানবাধিকার সম্পর্কে সর্বজনীন ঘোষণা\' অনুমোদিত হয়। এতে ৪৮ টি রাষ্ট্র পক্ষে ভোট প্রদান করে এবং ৮ টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে । বিশ্বের সকল জনগোষ্ঠী এবং সকল জাতির জন্য অর্জিত সাফল্যের এক অসাধারণ মর্যাদা হিসেবে সাধারণ পরিষদ এটি ঘোঘণা করে। সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।